সিলেট জেলার গোলাপগঞ্জ শিক্ষা ক্ষেএে অগ্রসর একটি ঐতিহ্যবাহী ঊপজেলা। কিন্তুু এ উপজেলার অন্তর্গত বাঘা ইউনিয়ন শিক্ষা ক্ষেত্রে ছিল
অনগ্রসর। এখানে লেখা পড়ার সুযোগ-সুবিধা সীমিত। বাঘা এলাকার একজন সুনামধন্য শিক্ষানুরাগী জনাব হাজী আব্দুল আহাদ (ময়না মিয়া)
১৯৮৯ইং সনে প্রতিষ্ঠা করেন হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়।বর্তমানে বিদ্যালয়টি কেলেজে উন্নীত হয়েছে। ছাত্র/ছাত্রী সংখ্যা প্রায় দেড় হাজার ।
শিক্ষা প্রসারে প্রতিষঠানটি রেখে যাচ্ছে গুরুত্তপূর্ন ভূমিকা। বর্তমানে প্রতিষ্ঠানটির ওয়েভ সাইট খোলা হয়েছে। যার ফলে প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য সহজেই
জানা যাবে।আমি এ কার্যক্রমের সফলতা কামনা করছি।